Flickr

স্বর্ণাভ বিকেলে ডানা মেলতেই পারো রাজকন্যা...

6:33 PM


স্বর্ণাভ বিকেলে ডানা মেলতেই পারো রাজকন্যা,
কোনো কোনো গতিচিহ্ন তোমাকে আশ্রয় দেবে।
শিল্পে যার মন নেই, তাকেও বলতে পারি আমি
তোমার পোট্রেট না দেখলে অন্ধ হওয়াটা শ্রেয়।



পুরোনো সন্ধ্যার আলো আসবে এখানে ক্রমে--
লৌকিক স্নানের পর, আচমকা কোনো সামুদ্রিক
ফেনাভ ঝড়ের তোড়ে-- অবাক ঢেউয়ে ভেসেই
যাক না তোমার রংবেরঙের স্বর, মাস্তুলের ছায়া। 



শ্যাম রে, নিপট কঠিন মন তোর!
বিরহ সাথি করি দুঃখিনি রাধা  
রজনী করত হি ভোর।


মেঘপাখির পালকে ছাপা, অভিমানি পুনরাবৃত্তিতে
পাবে ধূসরগন্ধী চাদর, এক দ্বিপ্রহরের নির্জন
স্মরণীয় হবে আপাতত--কখনোবা সেই কথকতা শীতে,
ময়দানমুখী অভিনব ঘাসচাষে, বাচিক খনন।

*This photographs also exist 'Through The Lens' group on Flickr.
কবিতাগুলো মুহিত হাসানের ব্লগ (http://www.somewhereinblog.net/blog/condacc)থেকে সংগৃহীত।  এত ছোট বয়সে এমন কবিতা লিখতে পারা আসলেই প্রশংসার দাবীদার। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মুহিত কে।

You Might Also Like

3 comments

SUBSCRIBE

Like us on Facebook