আমার আমি
নাম অমিত। অমিট রে!
...তেমন কিছু বলার নেই। খুব সাধারন একজন। তেমন কোন বিশেষায়িত গুন নেই।
ভালো লাগে রবীন্দ্রনাথ। এই মানুষটার প্রভাব আমার জীবনে খুব বেশী।
প্রিয় মানুষজনদের সাথে ঘুরতে ভালোবাসি, আর ভালোবাসি ছবি তুলতে। যদিও ছবি তোলার কিছুই আমি জানি না, তবু...
একসময় সামহোয়ার ইন এ ব্লগিং করতে ভালো লাগত, সাঁঝবাতির রূপকথা নামে একটা নিক ছিল। এখন আর ভালো লাগে না। তাই নিজের একটা ব্লগ, লেখালেখির জ্ঞান খুব সীমিত বলেই একটা ছবির ব্লগ...
চাকরি করি, খাই দাই, ঘুরে বেড়াই, ছবি তুলি, মাঝে মাঝে খুব হতাশ হয়ে পড়ি, এইসব নিয়েই সাঁঝবাতি...আর সাঁঝবাতির রুপকথারা...