ভীষণ গন্ধ ডুমুর ফুলে,মাকালের লাল মেখে শুকনো নদী বুকে,রাতের রোদ্দুরে বুনেছি ঘাসফুল কবিতা তুমি কবের কবিতা? কাক ডাকা ভোরে হৃদয় উজাড় করে গদ্যের যুক্তিতে ছন্দ শেখাও? আমি কবিয়াল নই আমি কবিয়াল নই নই গানের মিছিল কোন! অচেনা মেঘের ছাদে কে যেন জন আজো লিখে পাঠায়, যদিও বদলায়নি আকাশ ধুলো ঘন ঘন রঙ বদলায়, পুরোনো গানটা দূর সুরে আজো...