­
কবিয়াল

মেঘদল...[মেঘ সিরিজ-8]

1:56 PM
ভীষণ গন্ধ ডুমুর ফুলে,মাকালের লাল মেখে শুকনো নদী বুকে,রাতের রোদ্দুরে বুনেছি ঘাসফুল কবিতা তুমি কবের কবিতা? কাক ডাকা ভোরে হৃদয় উজাড় করে গদ্যের যুক্তিতে ছন্দ শেখাও? আমি কবিয়াল নই আমি কবিয়াল নই নই গানের মিছিল কোন! অচেনা মেঘের ছাদে কে যেন জন আজো লিখে পাঠায়, যদিও বদলায়নি আকাশ ধুলো ঘন ঘন রঙ বদলায়, পুরোনো গানটা দূর সুরে আজো...

Continue Reading

mou

তোমার মতো এমন টানে কেউ তো টানে না...

4:32 PM
তুমি ডাক দিয়েছ কোন্‌ সকালে কেউ তা জানে না,আমার মন যে কাঁদে আপন মনে কেউ তা মানে না ॥ফিরি আমি উদাস প্রাণে, তাকাই সবার মুখের পানে,তোমার মতো এমন টানে কেউ তো টানে না...  ...আমার লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো-- তোমার অলকবন্ধনে।আমার স্মরণ শুভ-সিন্দুরেএকটি বিন্দু এঁকো-- তোমার ললাটচন্দনে।আমার মনের মোহের মাধুরীমাখিয়া রাখিয়া দিয়ো-- তোমার অঙ্গসৌরভে।আমার আকুল জীবনমরণটুটিয়া লুটিয়া...

Continue Reading

SUBSCRIBE

Like us on Facebook