...তারপরও ওরে মেঘ দূরে দূরে থাক ফাগুনের হাওয়া এলে সামলিয়ে রাখ। শ্রাবনের হাওয়া এলে সামলিয়ে রাখ। দূরে থাকা মেঘ তুই দূরে দূরে থাক যতটুকু পারা যায় সামলিয়ে রাখ... যতদিন বেঁচে আছি আকাশ চলিয়া গেছে কোথায় আকাশে অপরাজিতার মতো নীল হয়ে-আরো নীল-আরো নীল হয়ে আমি যে দেখিতে চাই;- সে আকাশ পাখনায় নিঙড়ায়ে লয়ে কোথায় ভোরের বক মাছরাঙা উড়ে যায়...