প্রজাপতিটা যখন-তখন উড়ে উড়ে ঘুরে ঘুরে রাঙ্গা মেঘের মতন বসে আমার আকাশ জুড়ে যখন-তখন... রোজরাতে প্রজাপতি পাখনা মেলে,দিনদুপুরে প্রজাপতির চুলের ফিতায় রংধনুটা- রোজরাতে প্রজাপতি রৌদ্রস্নানে,মগ্ন ধ্যাণে প্রজাপতির বুকের বোঁটায় বিশুদ্ধতা; তবু রাত্রি এলেই শোবার ঘরে অন্য কথা,অন্য কথা… প্রজাপতির ডানায় বাঁধা এক অচিন সুঁতা,অচিন সুঁতা। মাছরাঙ্গাটা ভাঙ্গালো ঘুম পদ্মপাতার তাই একতারাটা সুরের ঢেউয়ে কাটলো সাতাঁর, আর প্রজাপতিটা...
এ তো সময় ছুঁয়ে দেয়। কালের পাতালে আশ্রয়। যত বিবর্ণ চাওয়া। খোলা আকাশ দেয়নি আশ্রয়। মমতা সাঁঝ মুখ ফিরালো। শুধু দুরে সরে যায় দিগন্ত অপচ্ছায়া। হয়তো সেই নর্তকী প্রজাপতি, একদিন তোমার ঘুম ভাঙাবে। স্বপ্ন উনুনের উম মাখবে গায়। সকালে উঠেই দেখি প্রজাপতি একি আমার লেখার ঘরে, শেলফের 'পরে মেলেছে নিস্পন্দ দুটি ডানা-- রেশমি সবুজ রঙ, তার 'পরে...