প্রজাপতিটা যখন-তখন
উড়ে উড়ে ঘুরে ঘুরে
রাঙ্গা মেঘের মতন
বসে আমার আকাশ জুড়ে
যখন-তখন...
উড়ে উড়ে ঘুরে ঘুরে
রাঙ্গা মেঘের মতন
বসে আমার আকাশ জুড়ে
যখন-তখন...
রোজরাতে প্রজাপতি পাখনা মেলে,দিনদুপুরে
প্রজাপতির চুলের ফিতায় রংধনুটা-
রোজরাতে প্রজাপতি রৌদ্রস্নানে,মগ্ন ধ্যাণে
প্রজাপতির বুকের বোঁটায় বিশুদ্ধতা;
প্রজাপতির চুলের ফিতায় রংধনুটা-
রোজরাতে প্রজাপতি রৌদ্রস্নানে,মগ্ন ধ্যাণে
প্রজাপতির বুকের বোঁটায় বিশুদ্ধতা;
তবু রাত্রি এলেই শোবার ঘরে অন্য কথা,অন্য কথা…
প্রজাপতির ডানায় বাঁধা এক অচিন সুঁতা,অচিন সুঁতা।
প্রজাপতির ডানায় বাঁধা এক অচিন সুঁতা,অচিন সুঁতা।
মাছরাঙ্গাটা ভাঙ্গালো ঘুম পদ্মপাতার
তাই একতারাটা সুরের ঢেউয়ে কাটলো সাতাঁর,
আর প্রজাপতিটা
রাঙ্গালো পাখা জোছনা মাখা
মেঘের মতন যখন-তখন...
তাই একতারাটা সুরের ঢেউয়ে কাটলো সাতাঁর,
আর প্রজাপতিটা
রাঙ্গালো পাখা জোছনা মাখা
মেঘের মতন যখন-তখন...
তপ্তখরা শেষে মেঘ হলি তুই
চঞ্চল পবনে তোকে ছুঁই
এখনো ধরণী হয়নি শীতল
এখনই চলে যাবি কিরে বল?
ও মেঘলা মেয়ে যাসনে উঠে
এখনো দেখা শেষ হয়নি তোকে...
চঞ্চল পবনে তোকে ছুঁই
এখনো ধরণী হয়নি শীতল
এখনই চলে যাবি কিরে বল?
ও মেঘলা মেয়ে যাসনে উঠে
এখনো দেখা শেষ হয়নি তোকে...
*আমার এই ব্লগে ব্যবহৃত সব কবিতা, পংক্তির অল্প কিছু আমার নিজের, বেশীরভাগই বিভিন্ন কমিউনিটি ব্লগ এবং ব্যক্তিগত ব্লগ থেকে সংগ্রহীত। সবার নাম মনে থাকে না বলে আলাদাভাবে কাউকে ধন্যবাদ দিচ্ছি না। আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ।