কোন্ পথে যাবে কিছু নাই জানা,কেহ তারে কভু নাহি করে মানা,ধ'রে নাহি রাখে, ফিরে নাহি ডাকে -ধায় নব নব দেশে।কাগজের তরী, তারি 'পরে চড়িমন যায় ভেসে ভেসে ... ...ছলছল শব্দ তুলে কত দূরে যায় তরী, কোনোদিকে সীমানা যে নাই! কিছু আগে দিবসে বিভক্ত ছিলাম কত-না আকারে-প্রকারে, বিরোধে, তুলকালাম শোরগোলে। আর এই অন্ধকারের নৌকায় আমরা নদীর জলে ঠিকানাবিহীন...