তুমি চলে যেতে পারো আকাশের বুকে যেখানে মেঘেরা শান্ত তুমি মুড়ে দিতে পারো বর্ষাতি দিয়ে মেঘেদের জলপ্রান্ত আমি চোখ বুজে বুজে ভেবে নেবো আজ আকাশের শার্শিতে আসেনি মেঘেরা আমাকে ভেজাতে, আসেনি আমাকে নিতে যদি সারাদিন ধরে মেঘ চেয়ে চেয়ে ফিরেই চলে যায় তবে স্নান করে নেবো তোমার চোখের আসন্ন বরষায়। বলো তবে, অদ্ভুত অচেনা মানুষ, কী ভালোবাসো তুমি?...
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...