স্বর্ণাভ বিকেলে ডানা মেলতেই পারো রাজকন্যা, কোনো কোনো গতিচিহ্ন তোমাকে আশ্রয় দেবে। শিল্পে যার মন নেই, তাকেও বলতে পারি আমি তোমার পোট্রেট না দেখলে অন্ধ হওয়াটা শ্রেয়। পুরোনো সন্ধ্যার আলো আসবে এখানে ক্রমে-- লৌকিক স্নানের পর, আচমকা কোনো সামুদ্রিক ফেনাভ ঝড়ের তোড়ে-- অবাক ঢেউয়ে ভেসেই যাক না তোমার রংবেরঙের স্বর, মাস্তুলের ছায়া। শ্যাম রে, নিপট কঠিন মন তোর!...
...আজ হাওয়া যেমন পাতায় পাতায়, মর্মরিয়া বনকে কাঁদায়,তেমনি আমার বুকের মাঝে, কাঁদিয়া কাঁদাও গো... ...আমাকে যে দু:খ দিয়ে আনবে আপন বশে, সে কি অমনি হবে। তার আগে তার পাষাণ-হিয়া গলবে করুণ রসে, সে কি অমনি হবে। আমাকে যে কাঁদাবে তার ভাগ্যে আছে কাঁদন, সে কি অমনি হবে... ...কে দেয় রে হাতছানি নীল...