...আবার যে কবে দেখা হবে জানি না
তুমি কি এখনো অপেক্ষায় আছ?
আজো কী তুমি আঠার বছরের ফ্রেমে বন্দী?
জানি তা নেই, আমিও নেই...
তুমি কি এখনো অপেক্ষায় আছ?
আজো কী তুমি আঠার বছরের ফ্রেমে বন্দী?
জানি তা নেই, আমিও নেই...
আসলে সমান্তরালে হেঁটে চলা।
আমার পাশেই হাঁটে
ত্রিশের রমণি কিংবা কিশোর ষোড়শ
অতিকায় বৃক্ষেরা ধ্যানস্থ তাকিয়ে দেখে চলাচল।
সমান্তরালে হাঁটে মনুষ্যজন্মের বোধ
স্মৃতিগ্রস্ত ভ্রমাতুর যাতায়াত,
আমার পাশেই হাঁটে
ত্রিশের রমণি কিংবা কিশোর ষোড়শ
অতিকায় বৃক্ষেরা ধ্যানস্থ তাকিয়ে দেখে চলাচল।
সমান্তরালে হাঁটে মনুষ্যজন্মের বোধ
স্মৃতিগ্রস্ত ভ্রমাতুর যাতায়াত,
সবই বৃত্তের ভেতরে আরেক বৃত্ত...
পাথরের মতো মসৃণ বেদির নিচে রুক্ষ মাটি, একটু দূরে পায়ে চলা পথ।
সম্রাটের শেষ বৃত্ত চিরতরে যেখানে শয়ান
তার চেয়ে দূরে, সীমার যেখানে শেষ
সেখানে উদ্ভিদ, জল মেতে আছে পাংশু ঈর্ষায়
যেখানে বিশীর্ণ হাত কাদার ভেতর খোঁজ বলির ফসল
তার চেয়ে দূরে...
সম্রাটের শেষ বৃত্ত চিরতরে যেখানে শয়ান
তার চেয়ে দূরে, সীমার যেখানে শেষ
সেখানে উদ্ভিদ, জল মেতে আছে পাংশু ঈর্ষায়
যেখানে বিশীর্ণ হাত কাদার ভেতর খোঁজ বলির ফসল
তার চেয়ে দূরে...
বৃষ্টি হীন এই আমি মেঘ নামের কাব্য রচনা করি।
মিথ্যাকে আশ্রয় করি প্রতি পলে পলে।
নিজের সাথেই লুকোচুরি খেলে খেলে ক্লান্ত...
তোমাদের এই ইট কাঠের শহরে...
নিজের সাথেই লুকোচুরি খেলে খেলে ক্লান্ত...
তোমাদের এই ইট কাঠের শহরে...
...এবার ঘুমাও তুমি, কাঠপুতুল, ক্রমশ জীর্ণ হওয়া মায়া
গোলাপের ঘ্রাণে ডুবে যাও, নাগরিক কৃত্রিম সুগন্ধ দ্রুত ছুঁড়ে
ফেলে দিয়ে এই শান্তিনগরের ঘোলাটে রাতের আকাশের ছায়া
গ্রহণ করো আপাতত, আমি সেরেফ তোমার জন্য আনি খুঁড়ে
পুর্বপুরুষের রেখে যাওয়া সরল ভালোবাসা,
আত্মার টেরাকোটা...
গোলাপের ঘ্রাণে ডুবে যাও, নাগরিক কৃত্রিম সুগন্ধ দ্রুত ছুঁড়ে
ফেলে দিয়ে এই শান্তিনগরের ঘোলাটে রাতের আকাশের ছায়া
গ্রহণ করো আপাতত, আমি সেরেফ তোমার জন্য আনি খুঁড়ে
পুর্বপুরুষের রেখে যাওয়া সরল ভালোবাসা,
আত্মার টেরাকোটা...
*আমার এই ব্লগে ব্যবহৃত সব কবিতা, পংক্তির অল্প কিছু আমার নিজের, বেশীরভাগই বিভিন্ন কমিউনিটি ব্লগ এবং ব্যক্তিগত ব্লগ থেকে সংগ্রহীত। সবার নাম মনে থাকে না বলে আলাদাভাবে কাউকে ধন্যবাদ দিচ্ছি না। আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ।