­
কাঠপুতুল

...এবার ঘুমাও তুমি, কাঠপুতুল

12:21 AM
 ...আবার যে কবে দেখা হবে জানি না তুমি কি এখনো অপেক্ষায় আছ? আজো কী তুমি আঠার বছরের ফ্রেমে বন্দী? জানি তা নেই, আমিও নেই... আসলে সমান্তরালে হেঁটে চলা। আমার পাশেই হাঁটে ত্রিশের রমণি কিংবা কিশোর ষোড়শ অতিকায় বৃক্ষেরা ধ্যানস্থ তাকিয়ে দেখে চলাচল। সমান্তরালে হাঁটে মনুষ্যজন্মের বোধ স্মৃতিগ্রস্ত ভ্রমাতুর যাতায়াত, সবই বৃত্তের ভেতরে আরেক বৃত্ত... পাথরের মতো মসৃণ বেদির...

Continue Reading

কাঠগোলাপ

একটুখানি সবুজ খুঁজি, একটু সবুজ হাওয়া...

1:55 PM
...তোমার জন্য নীলচে তারার এক্টুখানি আলো,ভোরের রঙ রাতের মিশকালো।কাঠগোলাপের সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি,আবছা নীল তোমার লাগে ভালো... সময়গুলো কেমন নিরুত্তাপ তোমার ঘরের উত্তাপ স্পর্শ করে না আমায়, অথবাছুঁতে পারে না তোমার ঘরের দরজা।ঘরের হতে পারিনি কখনও, পারিনি হতে মনের,তোমার ঘরের আঙ্গিনায় আমি তুলসী হয়ে এসেছি... যায় যাক্‌, যায় যাক্‌,          আসুক দূরের ডাক,                 যাক ছিঁড়ে সকল বন্ধন-- চলার সংঘাত-বেগে            সংগীত...

Continue Reading

স্মৃতি

ধূলো পড়া চিঠি

6:25 AM
 আমার ফুসফুস হৃৎপিন্ডে ঢেকে দিয়েছো শক্ত বর্ম। আমার আঙুল গুলোকে কর্মহীন নিস্ক্রিয় করার জন্য প্রতিটি আঙ্গুলে পরিয়ে দিয়েছো চাকচিক্য আংটি। আমি সুসজ্জিত হয়ে নির্বোধ বালকের মতন তোমার বৃত্তে দাঁড়িয়েছিলাম এতকাল। আমি আজ বুঝতে পারছি, যথেষ্ট বয়স হয়েছে আমার। ... দ্যাখো, সীমান্তে ওইপাশে আমার ঘর এইখানে আমি একা, ভীনদেশী ।  তোমার হাতের মৃদু কড়ানাড়ার শব্দ শুনে জেগে উঠবার জন্য...

Continue Reading

SUBSCRIBE

Like us on Facebook